ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সাংবাদিক মোয়াজ্জেম হোসেনের মৃত্যুতে এফএসএফডি’র শোক 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৩৯, ১ আগস্ট ২০১৮ | আপডেট: ২২:১২, ১ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

ফেনী সাংবাদিক ফোরাম, ঢাকা (এফএসএফডি)-এর সদস্য ও দি ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক এএইচএম মোয়াজ্জেম হোসেন (৭০)-এর মৃত্যুতে এফএসএফডি গভীর শোকপ্রকাশ করেছেন।

ফেনী জেলার এই কৃতি সন্তান, বুধবার সন্ধ্যা সোয়া ৬টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে আইসিইউ’তে মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে ফুসফুসের জটিলতায় ভুগছিলেন। এর আগে সিঙ্গাপুরে তার চিকিৎসা হয়েছে, বেশ কয়েকদিন ধরে লাইফ সাপোর্টেও ছিলেন তিনি।  

এএইচএম মোয়াজ্জেম হোসেন (৭০)-এর মৃত্যুতে আজ এক শোকবার্তায়, ফেনী সাংবাদিক ফোরাম ঢাকা (এফএসএফডি)-এর সভাপতি সোহেল হায়দার চৌধুরী, সাধারণ সম্পাদক সেলিম জাহিদ ও সহ-সভাপতি তানভীর আলাদিন গভীর শোকপ্রকাশ করেছেন।

তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
আগামীকাল বেলা ১২টায় জাতীয় প্রেসক্লাবে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

এসি  

  


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি